সংশোধন (NU Correction) | জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট ও মার্কশীট সংশোধনের সম্পূর্ণ গাইড
সংশোধন (NU correction) হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনেক সময় দেখা যায়, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশীট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টে নাম, পিতার নাম, মাতার নাম তথ্য ভুলভাবে লিপিবদ্ধ হয়ে যায়। এসব ভুল ভবিষ্যতে চাকরি, উচ্চশিক্ষা বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বড় সমস্যার কারণ হতে পারে।
এই কারণেই জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সংশোধন (NU correction) করার সুযোগ দিয়েছে। এই গাইডে তুমি জানতে পারবে—NU correction কী, কীভাবে আবেদন করবে, কী কী কাগজপত্র লাগবে, ফি কত, কতদিন সময় লাগে এবং সাধারণ সমস্যার সমাধান।
🔹 সংশোধন (NU correction) কী এবং কেন প্রয়োজন?
সংশোধন (NU correction) বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডকুমেন্টে থাকা ভুল তথ্য অফিসিয়ালি ঠিক করার প্রক্রিয়াকে বোঝায়।
যেমন:
- নামের বানান ভুল
- পিতার বা মাতার নাম ভুল
- রেজিস্ট্রেশন নাম্বার বা অন্যান্য তথ্যের ভুল
এসব ভুল থাকলে অনেক ক্ষেত্রে সার্টিফিকেট গ্রহণযোগ্য হয় না। তাই NU correction করে ডকুমেন্ট আপডেট করানো অত্যন্ত জরুরি।
জাতীয় বিশ্ববিদ্যালয় সংশোধন (NU correction) করার সঠিক ধাপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংশোধন ধাপে ধাপে করতে হয়। সাধারণত এই ক্রম অনুসরণ করতে হয়:
- রেজিস্ট্রেশন কার্ড সংশোধন
- এডমিট কার্ড সংশোধন
- সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন
- মূল সার্টিফিকেট সংশোধন
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশোধন
- অনলাইন ডাটাবেজ আপডেট (ICT সেল)
প্রতিটি ধাপ শেষ না করলে পরবর্তী ধাপে যাওয়া যায় না।
🔹 রেজিস্ট্রেশন কার্ড সংশোধন (NU Correction)
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- মূল রেজিস্ট্রেশন কার্ড
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
👉 রেজিস্ট্রেশন কার্ড সংশোধন সম্পন্ন হলে পরবর্তী ধাপে যাওয়া যাবে।
🔹 এডমিট কার্ড সংশোধন (NU Correction)
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- এডমিট কার্ড (শেষ বর্ষ)
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
🔹 সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন (NU Correction)
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- সংশোধিত এডমিট কার্ড
- সার্টিফিকেট ও মার্কশীট কপি
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
🔹 মূল সার্টিফিকেট সংশোধন (NU Correction)
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- সংশোধিত এডমিট কার্ড
- মূল সার্টিফিকেট কপি
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
🔹 একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশোধন (NU Correction)
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- সংশোধিত এডমিট কার্ড
- সংশোধিত সার্টিফিকেট কপি
- ট্রান্সক্রিপ্ট কপি
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
🔹 অনলাইন তথ্য সংশোধন (ICT সেল)
সব ডকুমেন্ট সংশোধন হয়ে গেলে ICT বিভাগে আবেদন করতে হবে।
আবেদন বিষয়:
“অনলাইন তথ্য সংশোধন প্রসঙ্গে”
সংযুক্ত করতে হবে:
- সংশোধিত রেজিস্ট্রেশন
- সংশোধিত এডমিট
- সংশোধিত সার্টিফিকেট ও মার্কশীট
⏳ সময় লাগে: সাধারণত ২৪–৭২ ঘণ্টা (কখনো বেশি হতে পারে)
🔹 সংশোধন (NU correction) করার সময় সাধারণ ভুল
- রেজিস্ট্রেশন সংশোধন না করে সার্টিফিকেটে আবেদন করা
- বোর্ড সংশোধনের কাগজ না দেওয়া
- এফিডেভিট না করা
- অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দেওয়া
👉 এগুলো করলে আবেদন বাতিল বা দীর্ঘসূত্রিতা হয়।
সহযোগী লিংকঃ
- দ্বি-নকল (Duplicate) রেজি:,এডমিট কার্ড/সার্টিফিকেট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন ক্লিক করুন।
- সার্টিফিকেট ও মার্কশীট উত্তোলন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন।
- আর্জেন্ট প্রসেস জানতে আমাদের নোটিফিকেশন/কনট্যাক্ট ব্যবহার করুন।
সংক্ষিপ্ত FAQ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন হতে সাধারণত ৩০ থেকে ৪৫ কার্যদিবস সময় লাগে। কেস জটিল হলে সময় কিছুটা বেশি লাগতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংশোধন সংক্রান্ত মিটিং সাধারণত প্রতি ১–৩ মাস অন্তর অনুষ্ঠিত হয়। তারিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করে।
সব ক্ষেত্রে না। তবে যদি কর্তৃপক্ষ প্রয়োজন মনে করে, তাহলে শিক্ষার্থীকে মোবাইল বা ইমেইলের মাধ্যমে জানিয়ে উপস্থিত হতে বলা হয়।
সাধারণত SSC/HSC সনদ ও জন্মনিবন্ধন প্রাধান্য পায়। বড় পার্থক্য থাকলে আদালত অনুমোদিত এফিডেভিট দিতে হয়।
বিদেশে থাকা শিক্ষার্থী কলেজের মাধ্যমে বা অনুমোদিত প্রতিনিধির (Power of Attorney) সাহায্যে NU correction আবেদন করতে পারেন।
হ্যাঁ। সংশোধিত সার্টিফিকেট নেওয়ার সময় পুরোনো ভুল সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক।
- ছোট সংশোধনঃ ১–১.৫ মাস সময়।
- বড় সংশোধনঃ ২ মাস সময়।






