একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন – জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রান্সক্রিপ্ট কী?
অনার্স, ডিগ্রী অথবা মাস্টার্সের ফাইনাল পরীক্ষার ৩-৬ মাস পরে আমরা সাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে সার্টিফিকেট এর সাথে মার্কশিট গ্রহণ করি, অনেকেই সেটাকেই “একাডেমিক ট্রান্সক্রিপ্ট” মনে করে থাকি।
কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। যখন আমরা উচ্চশিক্ষা বা বিদেশে আবেদন করতে যাই, তখন প্রয়োজন পড়ে একটি নির্দিষ্ট ধরনের ডকুমেন্ট—যার নাম Academic Transcript। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে অনেক শিক্ষার্থী সঠিক নিয়ম জানেন না। এই গাইডে আমরা দেখাবো কীভাবে সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করবেন।
সেই সময়েই বুঝতে পারি, মার্কশিট ও সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট—এই দুইয়ের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট হলো একটি সরকারি প্রামাণ্য নথি, যেখানে আপনার শিক্ষাজীবনের:
- প্রতিটি বর্ষের ফলাফল
- কোর্স কোড ও নাম
- প্রাপ্ত গ্রেড/মার্কস
- পরীক্ষার সাল
- শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ থাকে।
সংক্ষেপে, এটি আপনার সম্পূর্ণ একাডেমিক ইতিহাসের সারাংশ, যা বিশেষ করে বিদেশে পড়াশোনার আবেদন, স্কলারশিপ, চাকরি কিংবা উচ্চতর ডিগ্রির জন্য অপরিহার্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটপ্রয়োজনীয় কাগজপত্র:
- অধ্যক্ষের সুপারিশপত্রসহ আবেদন
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (সকল বর্ষের)
- সাময়িক সনদ
- মার্কশিট
- HSC সার্টিফিকেট (অনার্সের জন্য)
- Honours সার্টিফিকেট (মাস্টার্সের জন্য)
- প্রিলিমিনারি মার্কশিট (মাস্টার্স পার্ট-২ এর জন্য)
সাধারণত আবেদন করার পর ৫ থেকে ৭ কর্মদিবস। তবে কিছু ক্ষেত্রে সময় পরিবর্তিত হতে পারে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনুযায়ী।
দ্বি-নকল/ত্রি-নকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সুযোগ আছে,ডিজি কপি ও পেপার কাটিং সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
১ম/২য়/৩য় বর্ষের একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সুযোগ আছে, অনার্স কোর্স কমপ্লিট হওয়া প্রত্যেকজন শিক্ষার্থী প্রতি বর্ষের একাডেমিক ট্রান্সক্রিপ্ট আলাদা আলাদা উত্তোলন করতে পারবেন, ব্যাংক চার্জ প্রযোজ্য।
১৫-২১ কর্মদিবস সময় লাগতে পারে। আজেন্ট হলে যোগাযোগ করবেন।
আর্জেন্ট প্রসেস জানতে