দ্বি-নকল ডকুমেন্ট উত্তোলন – জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বি-নকল- (Duplicate) ডকুমেন্ট উত্তোলন- এর প্রথম ধাপ রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, সার্টিফিকেট ও মার্কশীট , এই ডকুমেন্ট গুলো হারিয়ে গেলে বা নষ্ট হলে দ্বি-নকল- (Duplicate) ডকুমেন্ট উত্তোলন করতে হয়। আবার অন্য কারণে ও দ্বি-নকল ডকুমেন্ট উত্তোলনের প্রয়োজন হতে পারে। উত্তোলনের সঠিক নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নিয়ম অনুযায়ী বিস্তারিত দিলাম —
দ্বি-নকল- (Duplicate) রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন
প্রয়োজনীয় কাগজপত্র–
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- পাসপোর্ট সাইজ ছবি (২ কপি)
- থানা জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- রেজিস্ট্রেশন কার্ড কপি (যদি থাকে)
দ্বি-নকল- (Duplicate) এডমিট কার্ড উত্তোলন
প্রয়োজনীয় কাগজপত্র–
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- থানা জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- এডমিট কার্ডের কপি (যদি থাকে)
দ্বি-নকল- (Duplicate) সার্টিফিকেট/মার্কশীট উত্তোলন
প্রয়োজনীয় কাগজপত্র–
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- সার্টিফিকেট এর কপি (যদি থাকে)
- Consolidated (সকল রেজাল্ট)
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- থানা জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
মূল সার্টিফিকেট দ্বি-নকল উত্তোলন করতে সাময়িক সনদ জমা দিতে হবে, যদি সাময়িক সনদ হারানো বা নষ্ট হয়ে যায়,তাহলে প্রথমে সাময়িক সনদ দ্বি-নকল উত্তোলন করতে হবে।
#সার্টিফিকেট ব্যাংক ড্রাফট ৭০৭/-
#মার্কশীট ব্যাংক ড্রাফট ৮০৮/-
দ্বি-নকল- (Duplicate) মূল সার্টিফিকেট উত্তোলন
প্রয়োজনীয় কাগজপত্র-
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- মূল সার্টিফিকেট বা মার্কমীট কপি (যদি থাকে)
- Consolidated (সকল রেজাল্ট)
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- থানা জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
দ্বি-নকল- (Duplicate) একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন
প্রয়োজনীয় কাগজপত্র–
- কলেজ অধ্যক্ষের সুপারিশপত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- সার্টিফিকেট বা মার্কশীট (যদি থাকে)
- পূর্বের একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপি (যদি থাকে)
- Consolidated (সকল রেজাল্ট)
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি
- থানা জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
যেসব শিক্ষার্থীর মূল সনদ তাদের নিকটেই রয়েছে, তবুও যদি কোনো কারণে দ্বি-নকল সনদ (Duplicate Certificate) সংগ্রহের প্রয়োজন হয়, সেক্ষেত্রে নিচের প্রক্রিয়া অনুসরণ করতে হবে:
- প্রথমে কলেজ অধ্যক্ষের সুপারিশসহ একটি আবেদনপত্র প্রস্তুত করতে হবে।
- উক্ত আবেদনপত্রটি পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের বরাবর অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
- প্রয়োজনে থানার জিডি কপি এবং পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন সংযুক্ত করতে হবে — যা শর্তসাপেক্ষে প্রযোজ্য।
সহযোগী লিংকঃ
- রেজিস্ট্রেশন কার্ড সংশোধন জানতে ক্লিক করুন।
- সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
- মূল সার্টিফিকেট উত্তোলন সম্পর্কে জানতে ক্লিক করুন।
- আর্জেন্ট প্রসেস জানতে আমাদের নোটিফিকেশন/কনট্যাক্ট ব্যবহার করুন।
প্রাসঙ্গিক প্রশ্ন/উত্তরঃ
সাধারণত ১৫ থেকে ৩০ কার্যদিবস সময় লাগে রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডের জন্য। সার্টিফিকেট ও মার্কশীটের ক্ষেত্রে ৩০ থেকে ৬০ কার্যদিবস সময় লাগতে পারে।
হ্যাঁ, দ্রুত সেবার জন্য সেবা খুঁজি টিমের সাথে যোগাযোগ করুন।
হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া, বা অন্যান্য বৈধ কারণে যেমন শিক্ষাগত প্রয়োজনে অতিরিক্ত কপি দরকার হলে দ্বি-নকল ডকুমেন্ট ইস্যু করা হয়।
ফি সাধারণত ফেরতযোগ্য নয়, কারণ এটি প্রশাসনিক কাজের জন্য নেওয়া হয়।
ব্যাংক ড্রাফট ও জাতীয় পরিচয়পত্র (NID) বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে হতে পারে।
দ্বি-নকল ডকুমেন্ট মূল ডকুমেন্টের সমতুল্য বৈধ, তবে প্রতারনার উদ্দেশ্যে বা অন্য কোনো বেআইনি কাজে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।




