সার্টিফিকেট সংশোধন-জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন প্রক্রিয়া

  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
  • মূল রেজিস্ট্রেশন কার্ড
  • SSC ও HSC সনদপত্রের ফটোকপি
  • বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
  • মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
  • যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
  • ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
আবেদন ফি
৳ ৫০৩/-
  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
  • সংশোধিত রেজিস্ট্রেশন কপি
  • এডমিট কার্ড (শেষ বর্ষ)
  • SSC ও HSC সনদপত্রের ফটোকপি
  • বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
  • মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
  • যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
  • ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
আবেদন ফি
৳ ৫০৩/-
  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
  • সংশোধিত রেজিস্ট্রেশন কপি
  • সংশোধিত এডমিট কার্ড
  • SSC ও HSC সনদপত্রের ফটোকপি
  • বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
  • মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
  • যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
  • ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)

*প্রতি কপি*

আবেদন ফি
৳ ৫০৩/-
  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
  • সংশোধিত রেজিস্ট্রেশন কপি
  • সংশোধিত এডমিট কার্ড
  • সংশোধিত সার্টিফিকেট কপি
  • সংশোধিত মার্কশীট কপি
  • ট্রান্সক্রিপ্ট কপি
  • SSC ও HSC সনদপত্রের ফটোকপি
  • বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
  • মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
  • যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
  • ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
আবেদন ফি
৳ ৫০৩/-
প্রশ্ন ১: রেজিস্ট্রেশন কার্ড সংশোধন হতে কত সময় লাগে?

৩০-৪৫ কর্মদিবস সময় লাগতে পারে,ভূলের উপর ভিত্তি করে সময় কম-বেশি হতে পারে।

প্রশ্ন ২: জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংশোধনের জন্য মিটিং কত দিন পর পর হয়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর নির্দিষ্ট কোন সময় নেই, তবে গত কয়েক বছরের জরিপে দেখা গিয়েছে, আনুমানিক প্রতি ২-৩ মাসে একবার সংশোধনের জন্য মিটিং হয়।

প্রশ্ন ৩: সংশোধন মিটিংয়ের জন্য শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকা কী বাধ্যতামুলক?

ছোট/বড় সংশোধনের ভিত্তিতে ফাইল মিটিংয়ে যায়,সংশোধন যদি জটিল হয়,বোর্ড কর্তৃক দায়িত্বরত মহোদয় শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামুলক মনে করেন, তাহলে অবশ্যই শিক্ষার্থীর নিবন্ধনকৃত মোবাইল/জিমেইলের মাধ্যমে আমন্ত্রণ পত্র দেয়া হয়। নির্দিষ্ট সময় উল্লেখ্য থাকবে, ঐদিনে উপস্থিত হতে হয়।

📂 আর্জেন্ট প্রসেস জানতে ✅
  • আক্ষরিক সংশোধনঃ ১.১৫ মাস সময়।
  • পুরোপুরি সংশোধনঃ ২ মাস সময়।
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *